http://banglarmati24.com/


/মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান » «

রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর


Thursday 27 December 2018

জাফর পাড়া নৌকা মার্কার নির্বাচনী এক বিশাল মিছিল

জাফর পাড়া নৌকা মার্কার নির্বাচনী এক বিশাল মিছিল
নিজ প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জ উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 5 নং মদনখালী ইউনিয়ন জাফর পাড়ায়লীগের আয়োজনে নৌকা মার্কার এক বিশাল নির্বাচনী মিছিল রাত 6 টা 30 মিনিটে জাফর পাড়ায়  দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাগুরা গ্রাম সহ বাবন পুর গ্রাম পর্যন্ত হয়ে পূণরায় জাফর পাড়া মাদ্রাসা গেট শেষ হয়

মিছিল শেষে বক্তব্য রাখেন, ইউনিয়ন আলীগের সভাপতি গোসল আজম আলী, উপজেলা আলীগের যুগ্ন সম্পাদক প্রভাষক জয়নাল হাজারী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক কাহার, এছাড়াও উপস্থিত ছিলেন আলীগ ওতাঁর সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ
এ সময় বক্তারা বলেন, এ সরকারের আমলে এলাকায় ব্যাপক দৃস্যমান উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগ মনোনিত প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে পূর্ণরায় নির্বাচিত করার আহ্বান জানান।

Wednesday 26 December 2018

পীরগঞ্জ অন কল রিপেয়ার সার্ভিস!!

পীরগঞ্জ অন কল রিপেয়ার সার্ভিস
আপনার বাসা বাড়ি এবং অফিসের যে কোন সার্ভিসিং/রিপেয়ারিং এর জন্য যেমনঃ , গ্রিজার, পানির পাম্প, এবং বৈদ্যুতিক লাইন ইত্যাদি। সমস্যার জন্য সার্ভিস পেতে এখনই
ডায়াল করুনঃ 01737657284
অথবা, ম্যান্সেজারে আপনার ঠিকানা এবং ফোন নম্বর পাঠিয়ে দিন! আমাদের দক্ষ টেকনিশান টিম আপনার বাসায়/অফিসে পৌছে যাবে মুহুর্তের মধ্যেই!
এসি ফ্রিজ এবং ইলেক্ট্রিক্যাল কাজের জন্য আলাদা আলাদা লোক খুঁজবেন?
আলাদা আলাদা করে ভ্রাম্মমান লোকদের নাম্বর সেইভ করে রাখবেন? সেটা নিশ্চিত করে অনিরাপদ বলা যায়!
সমাধান একটাই?
Bismillah electronics
আপনার হাতের কাছেই
01737657284
আপনার বাসা বাড়ীতে সমস্যা যাই হোক না কেন কল দিন, আমাদের #হেল্প_ 01737657284
সাথে সাথে আমাদের দক্ষ টেকনিশিয়ান/ইঞ্জিনিয়ার পৌছে
যাবে আপনার দেয়া ঠিকানায়!
কাজ ভাল লাগলেই কেবল টাকা পরিশোধ করবেন! অতিরিক্ত কোন পেমেন্ট নেই! সল্প খরচে যত্নের সাথে আমাদের টেকনিশিয়ান/ইঞ্জিনিয়ার সব ধরনের রিপেয়ারিং ও সার্ভিসিং করে থাকেন! সার্ভিস নেয়ার জন্য ফোনে অর্ডার করতে পারেন……………….!!

Sunday 9 December 2018

পীরগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত


পীরগঞ্জে আন্তর্জাতিক দুনীর্তি প্রতিরোধ দিবস পালিত 
 পীরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুনীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটিরি আয়োজনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ ১৫টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সাংবাদিক,সুধীজনের অংশ গ্রহনে প্রায় ঘন্টাব্যাপি গুলশান মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সরকারী শাহ্ আব্দুর রউফ কলেজ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল আমিন রাজা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টি,এম,এ মমিন, ওসি তদন্ত মাসুমুর রহমান উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সম্পাদক এনামুল হক প্রমুখ।

Saturday 1 December 2018

ট্রাক্টর উল্টে প্রাণ গেল পিতার, গোপনাঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল শিশুপুত্রের!

ট্রাক্টর উল্টে প্রাণ গেল পিতার, গোপনাঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল শিশুপুত্রের!

আব্দুল করিম সরকার, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :: সরকারী নিয়ম নীতিকে তোয়াক্কা না করে রংপুরের পীরগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক গুলোতে অবাধে ভারী ইঞ্জিন চালিত মাহিন্দ্র চলাচল করায় একদিকে সড়ক গুলোর বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে অন্যদিকে দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে।
এমনই একটি ঘটনা ঘটেছে উপজেলার ঝাড়বিশলা গ্রামে। ওই মাহিন্দ্র দূর্ঘটনায় কৃষক পিতা নিহত ও শিশুপুত্রসহ আহত হয়েছে ২জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঝাড়বিশলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান- ঘটনার দিন উক্ত গ্রামের চাঁন মিয়ার কৃষক পুত্র ফারুক মিয়া (৩০) তার শিশু পুত্র আব্দুল্যহ ও ভাতিজা শিশিরকে নিয়ে জমি চাষ করে বাড়ি ফেরার পথে মাহিন্দ্রে উল্টে গেলে এরা ৩ জনই নীচে চাপা পড়ে যায়। পরে এদের উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কৃষক ফারুক মারা যায়। তার শিশুপুত্র আব্দুল্যাহর শরীর থেকে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায় এবংএসএসসি পরীক্ষার্থী ভাতিজা শিশিরের অবস্থা গুরুতর বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

Wednesday 28 November 2018

গোবিন্দগঞ্জে সাপপাড়া ভিকু নিচে এক শিশুর মৃত্যু

গোবিন্দগঞ্জে সাপপাড়া  ভিকু নিচে এক শিশুর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার সামপাড়া ইউনিয়নের রেজাউলের পুকুর খননের সময় রোজ বুধবার ২৮/ ১১/২০১৮ তারিখে আনুমানিক 2 টা 30 মিনিটে ভেকু মেশিনের নীচে চাপা পড়ে শাওন () নামের এক শিশুর নিহত হয়েছে ! ওই উপজেলার মাদারপুর গ্রামের মিলন মিয়ার পুত্র(55) ভেকু গাড়িটি দিয়ে মাটি খনন করত ! ওই সময় দুর্ঘটনাটি ঘটে ! দুর্ঘটনা ঘটানোর পর ভিকো চালক পলাতক গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান ,ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি

পীরগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সহ ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

পীরগঞ্জে আওয়ামীলীগ বিএনপি সহ ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
সংসদীয় আসনের মধ্য ভিআইপি আসন হিসেবে পরিচিত রংপুরের পীরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপিসহ ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন জানান, গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থী হিসেবে যারা মনোনয়ন দাখিল করেছেন,তারা হলেন- রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম (বিএনপি),হুমায়ুন ইজাজ লেভিন (এনপিপি),অধ্যাপক কামরুজ্জামান (সিপিবি),মাওঃ বেলাল হোসেন (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন), এজিএম মাসুদ সরকার মজনু (বি এন এফ) ও খলিলুর রহমান সরকার (বিএনপি)। উল্লেখ্য, গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. শিরীন শারমিন চৌধুরী এবং গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে ৬ জন মনোনয়ন পত্র দাখিল করেন। এদিকে রংপুর জেলা বিএনপির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম মন্ডল সেবু,থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদন্নবী চৌধুরী পলাশ,যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন,সাংগাঠনিক সম্পাদক সাইফুল আজাদ মন্ডল,পৌর বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুদু, সাংগাঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার,জেলা যুবদলের সহ-সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,যুবদলের সাংগাঠনিক সম্পাদক হোসেন আলী,রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিয়া,সহ ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।



Sunday 25 November 2018



পীরগঞ্জে 5 নং মদনখালী ইউপির জুয়ারী সর্দার আটক

 পীরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১ জুয়ারী সর্দারকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ । এ সময় সংশ্লিষ্ট ইউপি সদস্য নুরুন্নবী মিয়া মধু পালিয়ে রক্ষা পেয়েছে। গত শনিবার রাতে উপজেলার মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামের আখক্ষেতে চলমান জুয়ার আসর থেকে ওই জুয়ারী সর্দারকে আটক করা হয়। ইউপি চেয়ারম্যান সামছুল আলম জানান,দীর্ঘদিন ধরে বর্নিত স্থানে মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামের আখক্ষেতে জুয়ারী সর্দার আব্দুর রাজ্জাক , ওয়ার্ড সদস্য নুরুন্নবী মিয়া মধু ও শাহী আলম এর নেতৃত্বে জুয়ার আসর চলছিল। গত শনিবার রাতে পীরগঞ্জ থানার এস আই বুলবুল এর নেতৃত্বে ওই জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ারী সর্দার আব্দুর রাজ্জাক কে আটক করা হয়।। এ সময় ইউপি সদস্য নুরুন্নবী মিয়া মধু সহ অন্যান্যরা পালিয়ে যায়। পুলিশ এ সময় জুয়ার আসর থেকে ২ টি বাইসাইকেল মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে। গতকাল রবিবার জুয়ারী সর্দারকে রংপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।