http://banglarmati24.com/


/মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান » «

রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর


Saturday 29 September 2018

ছোট শিশু জান্নাতুলের পা কেটে ফেলতে বলেছে, টাকা না থাকায় মাটির বিছানায় এভাবেই বিনা চিকিৎসায় পড়ে আছেন জান্নাতুল


ছোট শিশু জান্নাতুলের পা কেটে ফেলতে বলেছে, টাকা না থাকায় মাটির বিছানায় এভাবেই বিনা চিকিৎসায় পড়ে আছেন জান্নাতুল



আমরা কি পারবো জান্নাতুল কে এই কষ্ট থেকে মুক্তি দিতে?
যানি এই পোষ্ট দিলে আমার ফেসবুক আইডি ব্লক দিতে পারে , তবুও দিলাম যদি জান্নাতুল আপনাদের সহযোগিতায় সুস্থ হয়ে উঠে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া।
দুর্গন্ধ আর পচঁন থেকে বেঁচে থাকার জন্য প্রাণপন যুদ্ধ করে যাচ্ছেন আজও ছোট শিশু জান্নাতুল । থেমে যাওয়ার শঙ্কা তার মধ্যে বিন্দু মাত্র নেই সুস্থ হয়ে আবার ও ফিরতে চায় স্কুলে।
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চরকুড়া গ্রামের বুলবুল মীরের মেয়ে জান্নাতুল (১২)
৬ মাস আগে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পায় জান্নাতুল। সেখান থেকে সুত্রপাত্র এই রোগের। প্রাথমিক ভাবে টাকা না থাকায় এলাকার ডাক্তার দেখায়। আস্তে আস্তে বেশি হওয়ায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন চিকিৎসা করান। টাকা নআ থাকায় সেখান থেকে বাড়ি নিয়ে আসেন। এর পর১৭ দিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করেন। সেখানেই পা কেটে ফেলার কথা বলায় হয় কারন জান্নাতুলের পায়ে ক্যান্সার ধরা পড়ে। কিন্ত টাকা না থাকায় সেখান থেকেই বাড়িয়ে নিয়ে আসেন। এখন বাড়িতে মাটির বিছানায় শুয়ে থাকে সারাদিন আর ব্যাথায় কান্নাকাটি করে জান্নাতুল।এভাবে কষ্টের কথা গুলো বলছিলেন জান্নাতুলের মা সুলতানা খাতুন।
এখন হাটু পচে দুর্গন্ধ কেউ কাছে আসে না। শুধু মাত্র বাবা মা তার কাছে থাকে।
জান্নাতুলে বাবা বুলবুল মীর জানান, আমি একা তাঁতের কাজ করে জনের সংসার চালাতে পারি না। সেখানে কিভাবে চিকিৎসা করাবো। প্রতিদিন আমি ২৫০/৩০০ টাকা আয় করলেও জান্নাতুলের জন্য ওষুধ কিনতে ১৫০/২০০ টাকার ওষুধ কিনতে চলে যায়।
দয়া করে আপনারার সবাই এগিয়ে আসুন আমার মেয়ের পাশে দাঁড়ান চিকিৎসার ব্যবস্থা করেন।
ছোট জান্নাতুল কান্নাকাটি করতে করতে বলেন, আমার খুব কষ্ট হয়, আমার কোন বন্ধু/বান্ধুবী কেউ আমার কাছে আসে না। সব সময় মা আর আমি একা একা থাকি।আমি আবার সুস্থ হয়ে স্কুলে ফিরতে চাই পড়ালেখা করতে চাই।আমাকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন।
সুলতানা খাতুন জানান,আমার মেয়ের কষ্ট দেখলে বুক ফেটে কান্না চলে আসে। কিন্ত টাকা না থাকায় মেয়ের চিকিৎসা করাতে পারি না। আমি সারাদিন সুতার কাজ করি । সবাই আমার মেয়েকে বাঁচান।
তথ্যটি দিয়েছেন:
স্বেচ্ছাসেবী সংগঠন: AYDSO এর সভাপতি: Uzzal ali ও Abbas ali সাংগঠনিক সম্পাদক: all mamun
আমরা চাই আমাদের সাথে আপনিও এগিয়ে আসুন মানতার সেবায়। সহযোগিতা করতে পারেন, সাথে থাকতে পারেন। যারা টাকা পাঠাবেন প্লিজ একটু ফোন দিয়ে ও কমেন্ট করে জানাবেন।
যোগাযোগ
DBBL
A/C.114103373182
বিকাশ
01905206966 (পার্সোনাল)
রোগীর বাবা: মো: বুলবুল হোসেন।
ফোন নং : 01905206966
কেউ টাকা পাঠালে অনুগ্রহ করে কমেন্ট ও ফোন করে জানিয়ে দিবেন।

No comments:

Post a Comment