http://banglarmati24.com/


/মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ খ্রীষ্টাব্দ | ৬ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ |
সংবাদ শিরোনাম
রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর » « ঢাকার বনানী ক্লাব মাঠ আধুনিকায়ন ও সংস্কারের জন্য উদ্যোগ :(ডিএনসিসি) » « সিলেটে মনোনয়ন লড়াইয়ে এক ডজন হেভিওয়েট নেতা » « মাওলানা ভাসানীর ৪২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা » « ইসলামে রাষ্ট্র বা হুকুমতের বৈশিষ্ট্য ও গুরুত্ব » « নারায়ণগঞ্জের মদনপুরে আ.লীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত » « সাজা স্থগিত ও জামিন চেয়ে খালেদা জিয়ার আপিল » « প্রবীন রাজনীতিবীদ এডভোকেট এ কে এম সাঈদুর রহমান আর নেই বিভিন্ন মহলের শোক » « এসএমপির কোতয়ালী থানাধীন এলাকা থেকে তিন জন পেশাদার ছিনতাইকারী আটক » « সিলেট নগরীর আবাসিক হোটেল গুলোতে কৌশলে সুন্দরী বাণিজ্য » « বিয়ানীবাজারে অটোরিক্সা চালক খুন, আটক ২ » « মৌলভীবাজারের বরমচাল ইউনিয়নের খাদিম পাড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা » « মেজরটিলায় পুলিশের ভয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু » « আসামী মির্জা আব্বাসের ওপর তিনটি মামলা দায়ের করেছে পুলিশ » « সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান » «

রাজু হত্যায় ৯ আসামির জামিন নামঞ্জুর


Saturday 29 September 2018

পীরগঞ্জে ভাবনচুড়া ঈদগাহ মাঠের পার্শ্বের রাস্তার লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গাছ জোর পূর্বক কর্তন!


পীরগঞ্জে ভাবনচুড়া ঈদগাহ মাঠের পার্শ্বের রাস্তার লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গাছ জোর পূর্বক কর্তন!
পীরগঞ্জে ভাবনচুড়া ঈদগাহ মাঠের পার্শ্বের রাস্তার লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গাছ জোর পূর্বক কর্তন!
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নের ভাবন চূড়া গ্রামের ঈদগাহ মাঠের রাস্তার ধারের উপকারভোগী ডিড ধারীদের লাগানো প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ৭টি ইউক্যালিকটার গাছ এলাকার প্রভাবশালী মহল কর্তন করে। জানা গেছে, গত শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ৭ টি ইউক্যালিকটার গাছ উক্ত গ্রামের মৃত: খাদেমুল মিয়ার পুত্র মোঃ হারুন মিয়া গায়ের জোরে কর্তন করেন। এসময় তিনি এলাকার সোনার পাড়া শাল্টী গামের আরো কয়েকজন প্রভাবশালী জামায়ত নেতা মৃত: ইসমাইল মিয়ার পুত্র মোঃ বজলুর রহমান (গোলাপ), মোঃ রুবেল , ভাবন চুড়া গ্রামের তছলিম সহ আরো কয়েকজনকে টাকা দিয়ে হাত করে তাদের উপস্থিতিতে জোর পূর্বক গাছগুলি কর্তন করেন। নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন উপকার ভোগী ডিডধারী বলেন, আমরা অনেক কষ্টে উক্ত রাস্তার গাছ লাগাই এবং তা রক্ষানাবেক্ষন করে বড় করি কিছু টাকা পাওয়ার আশায়, কিন্তু গাছ চোররা আমাদের হক বিভিন্ন অজুহাতে কেটে নিয়ে যায়। আমরা কিছু বললে আমাদের হুমকি দিয়ে বলে আমার লাগানো গাছ আমি কেটে নিছি। এলাকাবাসী ও উপকার ভোগী ডিড ধারী কেউই তাদের ভয়ে , কথা বলতে সাহস পাচ্ছে না। আরো জানা গেছে, উক্ত রাস্তার পার্শ্বে হারুন মিয়ার নিজ জমির রাস্তার ধারে দুই হাত জায়গা বাদ দিয়ে গাছ লাগায়, সেই গাছ বড় হলে তা অনেক আগেই গোড়া সহ বিক্রি করে দেয়। তিনি এর আগেও শুকনো গাছ , ঝড় বৃর্ষ্টিতে ভেঙ্গে পড়া গাছ এবং আমার দু একটা গাছ লাগবে এই সমস্ত কথা বলে জোর পূর্বক গাছ কেটে নিয়ে নিজের পকেট ভর্তি করে। এ নিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ জানান, ইতিপূর্বে হারুণ এবং গোলাপ অনেক গাছ কেটে বিক্রি করেছেন। শুকনো গাছের অযুহাত দেখিয়ে বিভিন্ন সময় তারা রাস্তার এবং বনের গাছ রাতের আধারে কেটে পাচার করে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, সংশ্লিষ্ট চেয়ারম্যানের সাথে কথা বলে ব্যবস্থা নিব। এলাকাবাসী ও উপকারভোগী ডিড ধারীরা প্রভাবশালী গাছ চোরদের কঠিন শাস্তি/বিচার দাবী করেন।

1 comment: